টনি ব্লেয়ার - Latest News on টনি ব্লেয়ার| Breaking News in Bengali on 24ghanta.com
জি এইট সম্মেলনে ঠান্ডা ঠান্ডা!

জি এইট সম্মেলনে ঠান্ডা ঠান্ডা!

Last Updated: Saturday, June 15, 2013, 21:57

এবার জি এইট সম্মেলন বসছে আয়ারল্যান্ডের এন্নিসকিলন শহরে। সোমবার আসার কথা আট দেশের রাষ্ট্রপ্রধানের। যদিও তার আগেই সদলবলে এসে পড়েছেন তাঁরা। তবে সশরীরে নয়। আইসক্রিমের বিজ্ঞাপনে ছবি হয়ে, এখন থেকেই আসর জমিয়েছেন তাঁরা।