Last Updated: Monday, July 15, 2013, 22:01
যেদিন পরিবর্তনের পর প্রথমবার ভোটের লাইনে দাঁড়াল সিঙ্গুর, সেই দিনই কলকাতায় টাটা টি-র বার্ষিক সাধারণ সভায় যেদিন যোগ দিলেন টাটা গোষ্ঠীর নয়া প্রধান সাইরাস মিস্ত্রি। তবে সিঙ্গুর জমি বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করলেন না সাইরাস মিস্ত্রি। কিন্তু তাত্পর্যপূর্ণভাবে টাটা গোষ্ঠীর কর্ণধার আজ বলেন, এরাজ্য ছাড়ছে না টাটা।