Last Updated: Friday, January 17, 2014, 20:45
জাতীয় দলে ফিরে আসার স্বপ্নে বড় ধাক্কা খেল বীরেন্দ্র সেওয়াগের। বাংলাদেশে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের সম্বাব্য ৩০ জনের দলে ঠাঁই হল না বীরুর। অনেকেই ভেবেছিলেন অতীতের কথা ভেবে সেওয়াগকে ফেরার জায়গা করে দিতে হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁর জন্য দরজা খুলে দেবেন নির্বাচকরা। কারণ টেস্টে মুরলী বিজয়-শিখর ধাওয়ান। আর ওয়ানডে তে রোহিত শর্মা-শিখর ধাওয়ান জুটিতে বেশ আস্থা নির্বাচকদের। সেখানে কুড়ি ক্রিকেটে সামান্য একটা সুযোগ ছিল বীরুর, কিন্তু সেটাও আজ বন্ধ হয়ে গেল।