Last Updated: Friday, March 22, 2013, 20:10
টুকতে বাধা দেওয়ায় বনগাঁর কেশবলাল বিদ্যাপীঠ হুলুস্থুলু কাণ্ড ঘটাল বনগাঁ হাইস্কুলের ছাত্ররা। বনগাঁ হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছিল কেশবলাল বিদ্যাপীঠে। পরীক্ষায় টুকতে বাধা দেওয়ায় পরীক্ষা শেষে শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগালি করে ছাত্ররা। স্কুলের মধ্যে ভাঙচুর চালায়। ভাঙচুর আটকাতে গেলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঝামেলা শুরু হয় পরীক্ষার্থীদের।