Last Updated: Tuesday, September 10, 2013, 17:30
চেনা নদীকেই এবার আপনি দেখবেন একেবারে অজানা, অচেনা রুপে। নদীর বাতাস গায়ে লাগিয়ে হাঁটতে হাঁটতে মনে হবে পৌঁছে গেছেন লন্ডনের টেমস কিম্বা রাইন নদীর পাড়ে। টেমসের আদলে গঙ্গাকে সাজিয়ে তোলার স্বপ্ন মুখ্যমন্ত্রীর বহুদিনের। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্যোগ নিয়েছে পর্যটন দফতর। খোলনলচে বদলে হুগলিতে গঙ্গার দুপাড়কে নতুন কলেবরে সাজিয়ে তোলার উদ্যোগ নিচ্ছে রাজ্য।