Last Updated: Friday, September 30, 2011, 20:43
ওসামা বিন লাদেনের ব্যক্তিগত দেহরক্ষীকে কি মুক্তি দিয়েছে পাকিস্তান? একটি মিডিয়া রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। লাদেনের দেহরক্ষী আমিন অল হককে তিন বছর আগে লাহোরে গ্রেফতার করেছিল পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। পরে তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। পেশাওয়ারের এক সূত্রকে উদ্ধৃত করে দ্য টেলিগ্রাফ জানিয়েছে,এমাসের গোড়াতেই আমিন অল হককে মুক্তি দেওয়া হয়েছে।