ট্যাংরা থানা - Latest News on ট্যাংরা থানা| Breaking News in Bengali on 24ghanta.com
রাতের শহরে দুর্ঘটনায় মৃত্যু দুই পুলিস কর্মীর

রাতের শহরে দুর্ঘটনায় মৃত্যু দুই পুলিস কর্মীর

Last Updated: Monday, April 1, 2013, 10:11

রাতের শহরে ফের দুর্ঘটনা। মৃত্যু হল ট্যাংরা থানার দুই পুলিসকর্মীর। পার্ক স্ট্রিটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কনটেনারে ধাক্কা মারে পুলিসের গাড়িটি। গুরুতর জখম ট্যাংরা থানার এক পুলিস অফিসার সহ চারজন। এদের প্রত্যেকেই হাসপাতালে চিকিত্সাধীন। অভিযোগ, প্রত্যেক পুলিসকর্মীই মদ্যপ অবস্থায় ছিলেন।  পার্ক স্ট্রিট মোড় থেকে ট্যাংরার দিকে যাচ্ছিল এই গাড়িটি। গাড়িতে ছিলেন ট্যাংরা থানার ছয় পুলিস অফিসার। অত্যন্ত দ্রুত গতিতে ছুটে যাওয়া গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কনটেনারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজন ট্যাংরা থানার সাব-ইন্সপেক্টর ডি পি ঘোষ এবং এ আর ও পি রায়। গুরুতর জখম গাড়ির বাকি চার সওয়ারি। অভিযোগ, সকলেই মদ্যপ ছিলেন।