Last Updated: Thursday, October 31, 2013, 19:10
এবার ট্রাম সংস্থার জমিও বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রথম দফায় শুধুমাত্র কলকাতার ৩৭৩ কাঠা জমি নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে প্রয়োজনে ডিপোর রুফ রাইটও দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। সরকারে আসার পর থেকেই সরকারি পরিবহণ গুলিকে নিয়ে রীতিমত নাজেহাল অবস্থা রাজ্য সরকারের। কখনও কর্মী ছাঁটাইয়ের হুমকি, কখনও বন্ধ বেতন। পেনশন না পেয়ে ইতিমধ্যেই আত্মঘাতীদের তালিকা ক্রমশই বাড়ছে।