Last Updated: Wednesday, November 20, 2013, 16:12
দীর্ঘদিন ধরেই বেহাল দশা ট্রাম লাইনের। একের পর এক দুর্ঘটনাও হয়ে চলেছে রফি আহমেদ কিদওয়াই রোডে। যদিও তাতে আদৌ ট্রাম কোম্পানি বা সরকারের টনক নড়েনি। আজ সকালে রাস্তা থেকে উঠে আসা ট্রাম লাইন সোজা ঢুকে গেল মোটর সাইকেলের ভিতর।