Last Updated: Sunday, October 28, 2012, 19:24
গোলমেশিন লিওনেল মেসির দুরন্ত ফর্ম অব্যাহত। মাত্র পঁচিশ বছর বয়সেই তিনশো গোল করা হয়ে গেল আর্জেন্টিনীয় সুপারস্টারের । লা লিগায় রায়ো ভ্যালেকানোর বিরুদ্ধে জোড়া গোল করার সঙ্গে সঙ্গেই তিনশো গোল করার কৃতিত্ব অর্জন করেন বিশ্বফুটবলের সেরা এই তারকা। বার্সেলোনার হয়ে ২৭০ গোল আর আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে ৩১ গোল রয়েছে মেসির।