Last Updated: Thursday, June 6, 2013, 22:01
সুন্দরবনে শতাধিক বাঘের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হল বনদফতর। বনদফতর এবং ডব্লিউ ডব্লিউ এফ-এর উদ্যোগে ক্যামেরা পাতা হয় সুন্দরবনের তিনটি রেঞ্জে। অন্তত আশিটি বাঘের ছবি ক্যামেরাবন্দি হয়েছে। ন্যাশনাল পার্ক ওয়েস্টে ডব্লিউ আই আই-এর সমীক্ষা এখনও চলছে। বনদফতর মনে করছে, সবমিলিয়ে সুন্দরবনে শতাধিক বাঘের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়াই যায়।