ডব্লিউটিএ - Latest News on ডব্লিউটিএ| Breaking News in Bengali on 24ghanta.com
চোখের জলে আচমকা অবসর বার্তোলির

চোখের জলে আচমকা অবসর বার্তোলির

Last Updated: Thursday, August 15, 2013, 22:47

একেই বোধহয় বলে কেরিয়ারের মধ্যগগনে সিংহাসন ছেড়ে দেওয়া। মাত্র ৬ সপ্তাহ আগে পূরণ হয়েছে স্বপ্ন। ঘাসের কোর্টের নতুন রানিকে নিয়ে টেনিস দুনিয়া যখন নতুন স্বপ্নে মগ্ন, ঠিক সেই সময় সকলকে আরও একবার চমকে দিয়ে অবসর ঘোষনা করলেন মারিয়ন বার্তোলি। মাত্র ২৮ বছর বয়সে টেনিসকে বিদায় জানালেন টেনিসের ডি-গ্ল্যাম কন্যা।