Last Updated: Monday, March 4, 2013, 19:49
আদৌ কী মিলবে পাওনা গণ্ডা নাকি অপেক্ষাই সার হবে? অনিশ্চয়তা আপাতত রাতের ঘুম কেড়ে নিয়েছে ডানলপের শ্রমিকদের। ডিভিশন বেঞ্চও কারখানা বিক্রি করে পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়ার রায় দেওয়ার পর, শ্রমিকদের ভবিষ্যত এখন সুপ্রিম কোর্টের হাতে। কিন্তু, কতদিনে মামলা শেষ হবে, কবেই বা মিলবে পাওনা গণ্ডা। ধৈর্যের বাঁধ ভাঙছে শ্রমিক কর্মচারীদের একাংশের।