Last Updated: Friday, March 1, 2013, 17:46
প্রথম ছবি থেকেই হৃতিকের নাচের জাদুতে উত্তাল গোটা দেশ। কহো না পেয়ার হ্যায়, লক্ষ্য, ধুম টু, কোই মিল গয়া ছবি তাঁর নাচ বলিউডে নিয়ে এসেছে নতুন হাওয়া। লম্বা হতে থেকেছে ভক্তের তালিকা। সেই তালিকায় রয়েছেন খিলাড়ি অক্ষয় কুমারও।