Last Updated: Sunday, December 29, 2013, 15:34
টেস্ট ক্রিকেটে এটাই হয়তো তাঁর শেষ ইনিংস। সেই শেষ ইনিংসে একেবারে মহারাজকীয় ইনিংস খেললেন টেস্ট ক্রিকেটের অবহেলিত মহারাজা। ব্রায়ান লারা, রিকি পন্টিং এমনকি সচিন তেন্ডুলকরও যেটা পারেননি, সেটাই করে দেখালেন কালিস। বিদায়ী টেস্টে শতরান করে কালিস বুঝিয়ে দিলেন বিদায় সংবর্ধনার মঞ্চে আসলে এভাবেই প্রবেশ করতে হয়। শেষ টেস্টে কালিস ৩১৬ বল খেলে করলেন ১১৫ রান। মারলেন ১৩টা চার। সেই সঙ্গে দলকে পৌঁছে দিলেন এমন জায়গায় যেখানে থেকে হারা যাবে না।