Last Updated: Thursday, October 18, 2012, 18:28
সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢ়রার সঙ্গে ডিএলএফ-এর চুক্তি নিয়ে বিতর্কে নতুন মোড়। চুক্তির পক্ষে সওয়াল করার পাশাপাশি আইন মেনে চুক্তি বাতিল করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। অনিয়মের অভিযোগে, বঢ়রার সংস্থার সঙ্গে ডিএলএফ-এর জমি চুক্তির মিউটেশন বাতিল করে দেন হরিয়ানার আইএএস আধিকারিক অশোক খেমকা। তাঁর বিরুদ্ধেই চুক্তি বাতিলে অনিয়মের অভিযোগ তুলেছেন রাজ্যের আরেক আইএএস আধিকারিক টিসি গুপ্তা। তাঁর সিদ্ধান্তের বিরুদ্ধে যে কেউ আদালতে যেতে পারেন বলে মন্তব্য করেছেন অশোক খেমকা।