Last Updated: Sunday, November 4, 2012, 11:14
কেবল টিভির ডিজিটালাইজেশন শুরু হওয়ার পরই প্রচার অভিযান শুরু করল ডিশ টিভি। ডিশ টিভি সম্বন্ধে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল জি নিউজ। কলকাতার বিভিন্ন আবাসনে শনিবার দিনভর প্রচার অভিযান চালনো হয়। এতে সাড়াও মিলেছে যথেষ্টই।