Last Updated: Monday, November 5, 2012, 14:50
"আনন্দের সঙ্গে জানাচ্ছি। হলিউড রিপোর্টার তাদের এই মাসের ইস্যুতে আমাকে এশিয়ার পাঁচ জন সেরা অভিনেতার মধ্যে নির্বাচিত করেছে। তালিকায় আমিই একমাত্র ভারতীয়। জয় হো!" শনিবার রাতে এই ভাবেই টুইট করলেন উচ্ছ্বসিত বলিউড অভিনেতা অনুপম খের।