Last Updated: Friday, November 9, 2012, 20:19
সরকারের দাবি, রাজ্যে উন্নয়নের চাকা চলছে গড়গড়িয়ে। ঢেকলাপাড়া চা বাগান কিন্তু রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলে দিল। অনটন সহ্য করতে না পেরে এখানকার ১৫ জন শ্রমিক মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন। মৌখিক নয়, লিখিতভাবে।