Last Updated: Wednesday, December 26, 2012, 16:46
দিল্লির চলন্ত বাসে গণধর্ষণ, বিক্ষোভ, পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ। সব ক`টি ঘটনা পরম্পরা নিয়েই বিচারবিভাগীয় কমিশন গঠনের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে রাজধানীতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রেও সুপারিশ দেবে কমিশন। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ঊষা মেহেরার নেতৃত্বে তদন্ত কমিশন কাজ করবে।