Last Updated: Monday, October 7, 2013, 15:34
তমলুকের ভট্টাচার্য পরিবারের পুজো প্রায় ৩৫০ বছরের পুরনো। জেলার অন্যতম সেরা বনেদিবাড়ির পুজো এটি। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ব্যবত্তারহাটের ভট্টাচার্যবাড়িতে ধুমধাম আর নিষ্ঠার সঙ্গে হয় এই দুর্গাপুজো।