Last Updated: Friday, February 1, 2013, 09:55
'বিগ ফ্যাট ওয়েডিং' কথাটা এতদিন শুধু বলিউডি বিয়েতেই প্রচলিত ছিল। এতদিনে টলিউড দেখল প্রথম বিগ ফ্যাট ওয়েডিং। সাত পাকে বাঁধা পড়লেন টলিপাড়ার এক নম্বর
নায়িকা কোয়েল মল্লিক। পাত্র প্রযোজক নিসপাল সিং রানে। শুক্রবার সকালে খাঁটি
পাঞ্জাবি মতে গুরুদ্বারে গাঁটছড়া বাঁধলেন কোয়েল-নিসপাল। বরের পরনে
শেরওয়ানি। রীতি মেনে মাথায় উঠল পাগড়ি, সেহরায় ঢাকা পড়ল মুখ। ভবানীপুরের
মল্লিকবাড়ির মেয়ে কোয়েলও সেজেছিলেন একেবারে খাঁটি পঞ্জাবি কনে। লাল
লেহঙ্গা, চূড়া, মেহেন্দিতে সুসজ্জিতা কনে মালা দিলেন তাঁর দীর্ঘ পাঁচ
বছরের প্রেমিকের গলায়।