তিন দিনের জেরার পর অ - Latest News on তিন দিনের জেরার পর অ| Breaking News in Bengali on 24ghanta.com
তিন দিনের জেরার পর অবশেষে গ্রেফতার জগনমোহন রেড্ডি

তিন দিনের জেরার পর অবশেষে গ্রেফতার জগনমোহন রেড্ডি

Last Updated: Sunday, May 27, 2012, 20:08

তিনদিনের ম্যারাথন জেরার পর অবশেষে গ্রেফতার হলেন ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগনমোহন রেড্ডি। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে, শুক্র ও শনিবারও দীর্ঘসময় তাঁকে জেরা করেন সিবিআই অফিসাররা। হায়দরাবাদের দিলখুশা গেস্ট হাউসে জেরা করা হয় তাঁকে।