Last Updated: Thursday, April 18, 2013, 16:11
শিলিগুড়িতে গ্রেফতার হওয়া ৫১ জন বাম সমর্থক কর্মীদের সকলেই জামিন পেলেন আজ। তাঁদের বিরুদ্ধে রুজু করা ৪টি মামলার প্রত্যেকটির জন্য ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করে আদালত। একই সঙ্গে এই মামলায় পুলিসের ভূমিকায় বেশ কিছু অনিয়ম নিয়েও কড়া সমালোচনা করেন বিচারক। আজ ধৃত ৫১ জনকে আদালতে ফের পেশ করা হয়। গত ১১ এপ্রিল, পুলিস শুধুমাত্র তাদের স্বতঃপ্রণোদিত করা মামলাটিতেই ৫১ জনকে আদালতে পেশ করে। পরদিন অর্থাত্ ১২ তারিখ যখন কেস ডায়েরি আদালতে পাঠানো হয় তখন বাকি তিনটি মামলায় এই ৫১ জনকে ফের গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়।