Last Updated: Monday, October 7, 2013, 15:59
পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তৃতীয় ফ্রন্ট থেকেই। জাতীয় রাজনীতিতে নতুন করে জল্পনা উস্কে দিয়ে আজ এমনই মন্তব্য করলেন সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব। তিনি বলেন, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই গঠিত হতে পারে তৃতীয় ফ্রন্ট। আর সেই তৃতীয় ফ্রন্টই সরকার গঠন করবে বলে মনে করেন মুলায়ম সিং যাদব। তৃতীয় ফ্রন্ট গঠনের জন্য বাম দলগুলির সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।