Last Updated: Thursday, January 31, 2013, 18:05
ত্রিফলা আলোকাণ্ডে দুর্নীতির দায় এড়ালেন মেয়র। মুখ্যমন্ত্রীর নির্দেশে ত্রিফলা আলোর বরাত দিয়েছিল পুরসভাই। অথচ দুর্নীতির দায় চাপিয়ে দেওয়া হল পুরসভার তিন আধিকারিকের বিরুদ্ধে। এঘটনায় শোকজ করা হয়েছে আলো বিভাগের বর্তমান ডিজি মনোব্রত চৌধুরী, প্রাক্তন ডিজি গৌতম পট্টনায়েক এবং জোন ফোর-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বাসব পাত্রকে।