Last Updated: Saturday, November 24, 2012, 12:01
ত্রিফলা দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই বিরোধীদের সাঁড়াশি আক্রমণের মুখে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। এই পরিস্থিতিতে ত্রিফলা আলোর বরাত নিয়ে ইন্টারনাল অডিটেও দুর্নীতির তথ্য উঠে আসায় বেশ কিছুটা অস্বস্তিতে পুরসভা। পাশাপাশি অস্বস্তি বাড়িয়েছে ক্যাগের সিদ্ধান্তও। ক্যাগের দাবি, প্রয়োজনীয় নথিপত্র না মেলায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পুরসভায় এসে তদন্তের কাজ করবে। অন্যদিকে কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের দাবি, ত্রিফলা আলো নিয়ে কোনও দুর্নীতিই হয়নি।