Last Updated: Tuesday, May 28, 2013, 13:13
লেকটাউন থানার দমদম পার্কে একটি বহুতলের দোতলায় জানলার গ্রিল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। দমদম পার্কের ৪২২নম্বর বাড়িতে গতকাল রাতে হানা দেয় দুষ্কৃতীরা। ওই এলাকায় রাতে পুলিস টহলদারি থাকে। তারপরও বহুতলের তিনতলায় কী ভাবে দুষ্কৃতীরা জানলার গ্রিল কাটল তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দারা।