Last Updated: Friday, October 5, 2012, 15:46
লোকশিল্পীদের পরিচয়পত্র প্রদানের ক্ষেত্রে এবার দলতন্ত্রের অভিযোগ তুলল লোকশিল্পীদের সংগঠন আদিবাসী লোকশিল্প সংঘ। অভিযোগ, আগে যে সব লোকশিল্পীদের পরিয়চপত্র দেওয়া হয়েছিল, বিজ্ঞপ্তি জারি করে সেগুলিকে বাতিল করেছে বর্তমান সরকার। রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তি ঘিরেই বিতর্ক দেখা দিয়েছে।