Last Updated: Friday, October 4, 2013, 19:51
শেষদিনের মহাকরণ। লক্ষ লক্ষ কর্মচারীর ভবিষ্যত্ জড়িয়ে আছে এমন হাজার হাজার ফাইল, দস্তাবেজ, অমূল্য নথি- সবই নিপুনভাবে সরানো গেল তো? সবকিছু ঠিকঠাক ভাবে নতুন ভবনে ঠাঁই করে নিতে পারল তো? কিন্তু অর্থদফতরের মত গুরুত্বপূর্ণ দফতরেই এখনও সরানো বাকি প্রচুর নথি।