দাদাসাহেব ফালকে অ্যা - Latest News on দাদাসাহেব ফালকে অ্যা| Breaking News in Bengali on 24ghanta.com
ফালকে বয়কট করলেন মালা সিনহা

ফালকে বয়কট করলেন মালা সিনহা

Last Updated: Wednesday, May 1, 2013, 19:53

দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বয়কট করলেন কিংবদন্তী অভিনেত্রী মালা সিনহা। গত ৩০ এপ্রিল দেওয়া হয়েছে দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। কিন্তু পুরস্কার নিতে না গিয়ে মালা সিনহা বলেন, আমি ফালকে পুরস্কার গ্রহণ করব না। ওরা আমার সঙ্গে অপমানজনক আচরণ করেছে। কোনও শিল্পীর সঙ্গে এই ধরনের আচরণ করা উচিত নয়।