দাবি বিরোধীদের - Latest News on দাবি বিরোধীদের| Breaking News in Bengali on 24ghanta.com
মায়ানমারে জয়ী সু চি, দাবি বিরোধীদের

মায়ানমারে জয়ী সু চি, দাবি বিরোধীদের

Last Updated: Sunday, April 1, 2012, 18:31

মায়ানমারের ঐতিহাসিক উপনির্বাচনে একটি আসন জিতেছে আন সান সু চি`র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। রবিবার মায়ানমারে নির্বাচন শেষে এমনটাই দাবি করছে এনএলডি। তবে সরকারি ভাবে এই জয়ের কথা এখনও নিশ্চিত করা হয়নি। এদিন নির্বাচন শেষে ইয়াংগনে এনএলডি-র প্রধান দফতরের বাইরে একটি ডিজিটাল সাইনবোর্ডে দলের তরফে এই জয় দাবি করা হয়।