Last Updated: Saturday, October 1, 2011, 17:52
পৃথক তেলেঙ্গানা রাজ্যের আন্দোলনকে এবার হায়দরাবাদের পরিসর ছাডি়য়ে দেশর রাজধানী শহরে আনতে সচেষ্ট হলেন কলভাকুন্তলা চন্দ্রশেখর রাও। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে
সাক্ষাতের উদ্দেশ্যে শুক্রবার গভীর রাতে দিল্লি এসে পৌঁছেছেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)-র প্রধান। তাঁর সঙ্গেই দিল্লি এসেছেন, টিআরএস নেতৃত্বাধীন জয়েন্ট অ্যাকশন কমিটি`র বেশ কয়েকজন প্রথম সারির নেতা।