Last Updated: Sunday, January 5, 2014, 16:17
২০১৩ সাল ছিল তাঁরই। বছরের চারটে ব্লকব্লাস্টার ছবির গুরুত্বপূর্ণ ছবিতেই ছিলেন তিনি। সেই দীপিকা পাড়ুকোন আজ বার্থ ডে গার্ল। সাফ্যলের বিচারে এই মুহূর্তে বলিউডের এক নম্বর নায়িকা ২৮ বছরে পা দিলেন। ২০০৭ সালে ওম শান্তি ওম সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা দীপিকা কখন যেন অজান্তেই বলিউডের এক নম্বর নায়িকার ক্রাউন পরে নিয়েছেন।