Last Updated: Friday, November 2, 2012, 21:24
দীপেন্দু বিশ্বাসকে আই লিগের জন্য রেজিস্ট্রেশন করানোর ইঙ্গিত দিলেন মৃদুল ব্যানার্জি। ঘরোয়া লিগের ম্যাচে পরিবর্ত হিসাবে নেমে নজর কাড়েন বর্ষীয়ান এই স্ট্রাইকার। গোল না পেলেও, সতীর্থদের জন্য বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে দেন দীপেন্দু। বাঙালি এই স্ট্রাইকারের খেলায় খুশি কোচও।