Last Updated: Monday, May 21, 2012, 21:30
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে দুরন্ত কামব্যাক করলেন বিশ্বনাথন আনন্দ। অষ্টম গেমে সতেরো চালে গেলফাঁকে হারিয়ে চ্যাম্পিয়নশিপে সমতা ফেরালেন তিনি। এদিন সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেছিলেন। ছটি গেম ড্র থাকার পর রবিবার সপ্তম গেমে গেলফাঁর কাছে হেরে গিয়েছিলেন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ। সোমবার স্নায়ুর চাপের লড়াইয়ে বাজিমাত করলেন ভারতের এই চ্যাম্পিয়ন দাবাড়ু।