Last Updated: Wednesday, April 24, 2013, 22:51
চিটফান্ড কাণ্ডে ধৃত সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় ও অরবিন্দ সিং চৌহানের জামিনের আবেদন খারিজ করল আদালত। তাঁদের সকলকেই ১৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর এসিজেএম আদালত। তারা চ্যানেলের করা মামলার ভিত্তিতে আজ জামিনের আবেদন খারিজ করে আদালত। বিচারকরা সুদীপ্তর আইনজীবীর কোনও আবেদনই মানতে চাননি বিচারক। সাত দিনের মধ্যে সুদীপ্ত সেনের বিরুদ্ধে নথি আদালতের সামনে আনার নির্দেশ দিয়েছে আদালত।