Last Updated: Tuesday, December 3, 2013, 19:13
তখন বয়স খুব কম, হুগলির ধনিয়াখালি গ্রামের বাড়িতে নিত্য দিনের অভাব। পড়াশুনা তিন ক্লাসের গণ্ডিও পেরোয়নি। ভাল খাওয়া-পড়ার স্বপ্ন দেখিয়ে মেয়েকে নিয়ে এসেছিল বাবা। একসময় সেই বাবা আর দাদার থেকেই হাতবদল মহানগরীর একযৌন পল্লীতে। ১১ লক্ষ টাকায় মেয়েকে কয়েকবছরের জন্য যৌনপল্লীতে লিজ দেয় বাবা। তারপর শৈশবেই হারিয়ে যাওয়া। ঢুকে পড়া এক অন্ধ চোরাগলির বিপন্ন জীবনে। নিজের বাবাই মেয়েকে লিজে দিয়ে দেয় মহানগরীর এক যৌনপল্লীতে। সে বড় যন্ত্রণার।