Last Updated: Monday, March 11, 2013, 19:38
নাটক থেকে চলচ্চিত্র। বিভিন্ন শিল্প রক্ষার বার্তা বারবার শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায়। তবে এবার তাঁর সরকার নির্বাচিত কমিটির হঠকারি সিদ্ধান্তে বিপন্ন শিল্প। কোনও আলোচনা ছাড়াই সময়সীমার আগে, বাতিল করে দেওয়া হল মিনারভা থিয়েটারের নাট্যসংস্থা রেপাটোরির চুক্তি।