Last Updated: Wednesday, December 4, 2013, 17:06
আবার ভারত-পাকিস্তান যুদ্ধ বাধবে। এমনই বিস্ফোরক কথাই বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের বিখ্যাত সংবাদপত্র `ডন` পাক প্রধানমন্ত্রী শরিফকে উদ্ধৃত করে এমন খবর প্রকাশ করেছে। শরিফ আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরের বাজেট অধিবেশনে বলেছেন, তিনি বেঁচে থাকা অবস্থায় তিনি মুক্ত কাশ্মীর দেখে যেতে চান।এটাই তাঁর স্বপ্ন। তিনি মনে করেন কাশ্মীরের সমস্যা সমাধান সেখানকার বাসিন্দা এবং রাষ্ট্রসংঘের সঙ্গে আলোচনার মাধ্যমেই সম্ভব।