Last Updated: Sunday, March 11, 2012, 23:19
লোকসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতিতে অকংগ্রেসি ও অবিজেপি জোট গড়ার চেষ্টা চালাবে সিপিআইএম। দিল্লিতে সিপিআইএমের দুদিনের পলিটব্যুরো বৈঠক শেষে এ কথা বললেন, দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, এ বিষয়ে একটি নীতিগত অবস্থান স্থির করার চেষ্টা চলছে।