Last Updated: Tuesday, July 3, 2012, 22:40
আলিপুরদুয়ারের ফালাকাটায় নববিবাহিতাকে গণধর্ষণের ঘটনায় ধৃতদের দশদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। আজ ধৃত মানিক দাস এবং অমল দাসকে আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হয়। পুলিসের দাবি, জেরায় ধৃত দুজন নিজেদের অপরাধ কবুল করেছে।