Last Updated: Monday, June 17, 2013, 12:23
মোদীর পদোন্নতিতে জেডি(ইউ) কে হারাল বিজেপি। ১৭ বছরের সম্পর্কে পূর্ণচ্ছেদ। অথচ ২০০৩ সালে, গুজরাত দাঙ্গার ঠিক এক বছর পর নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন খোদ নীতীশ কুমার। আর আজ বিজেপির সঙ্গে গাঁটছড়া খোলার পরের সকালে ন`বছর আগের সেই প্রশংসার প্রশঙ্গে ফিরে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী। এ দিন তাঁর ব্যাখ্যা, "আমি তখন একটা সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলাম। ফলে সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না।"