নাগরদোলা - Latest News on নাগরদোলা| Breaking News in Bengali on 24ghanta.com
নাগরদোলায় বিমান দুর্ঘটনা: এড়াল অস্ট্রেলিয়া

নাগরদোলায় বিমান দুর্ঘটনা: এড়াল অস্ট্রেলিয়া

Last Updated: Saturday, October 1, 2011, 23:15

বড় মাপের বিমান দুর্ঘটনা এড়াল অস্ট্রেলিয়ার উপকূলবর্তী শহর ওল্ড বার। দু`জন যাত্রী-সহ একটি অত্যন্ত হালকা বিমান ধাক্কা মারে চলন্ত নাগরদোলায়। তারপর সেটি নাগরদোলাতেই ঝুলতে থাকে। বিমানের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বেরিয়ে আসে জ্বালানি। ঘটনার নব্বই মিনিট পর উদ্ধার করা হয় নাগরদোলার দুজন শিশুকে। কিন্তু বিমান থেকে চালক এবং তাঁর সহযাত্রীকে বার করতে লেগে যায় কয়েক ঘণ্টা। বিস্ফোরণ এড়াতে উদ্ধারকারীরা অগ্নিনির্বাপক ফোম ছড়ান।