Last Updated: Sunday, November 24, 2013, 15:36
অটোচালকের সঙ্গে নাগা পুলিসের জওয়ানদের বচসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পুরুলিয়ার বেগুনকোদর গ্রামে। অভিযোগ, গতকাল সন্ধ্যায় বচসার পর ওই অটোচালককে মারধর করে কর্তব্যরত নাগা জওয়ানরা। ঘটনার প্রতিবাদ করলে পার্শ্ববর্তী মুরগুমা পুলিস ক্যাম্প থেকে আরও বেশি সংখ্যায় নাগা জওয়ান গিয়ে গ্রামবাসীদের ব্যাপক মারধর করে বলে অভিযোগ। আহত বারোজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।