নানা পাটেকর - Latest News on নানা পাটেকর| Breaking News in Bengali on 24ghanta.com
তিক্ত স্মৃতি, নানা পটেকরের অবিস্মরণীয় অভিনয়

তিক্ত স্মৃতি, নানা পটেকরের অবিস্মরণীয় অভিনয়

Last Updated: Wednesday, March 6, 2013, 18:34

ছবির নাম আর পোস্টার দেখলেই স্মৃতি ফুঁড়ে বেরিয়ে আসে যন্ত্রণা, রাগ, প্রতিহিংসার তেতো স্বাদ। ওই অভিশপ্ত দিনে এই-ই তো ছিল বর্তমান নিউজ ক্যামেরার সামনে। জীবন্ত সিনেমার মতো ঘটে চলেছিল সেই নির্বিচার হত্যালীলা। গেটওয়ে অফ ইন্ডিয়া পেরিয়ে তাজ মুম্বইয়ে ঢুকে পড়েছিল পাকিস্তানি দুষ্কৃতীরা।