নারী শিক্ষা - Latest News on নারী শিক্ষা| Breaking News in Bengali on 24ghanta.com
মালালার সঙ্গে দেখা করলেন ব্রিটেনের রানি

মালালার সঙ্গে দেখা করলেন ব্রিটেনের রানি

Last Updated: Saturday, October 19, 2013, 09:08

নারীশিক্ষা আন্দোলনের কনিষ্ঠতম সদস্যার সঙ্গে কথা বললেন ব্রিটেনের রানি। বাকিংহাম প্যালেসে মালালা ইউসুফজাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রানিকে নিজের লেখা বই আই অ্যাম মালালা বইটি উপহার দিয়েছেন সোয়াতের মেয়েটি। সঙ্গে উড়িয়ে এসেছেন তাঁর আন্দোলনের পতাকাটাও।