Last Updated: Monday, July 2, 2012, 18:53
আরব মুলুকে আবু হামজার গ্রেফতার পরই ২৬/১১ কাণ্ডের দায় এড়াতে এই লস্কর জঙ্গির ভারতীয় নাগরিকত্বের কথা তুলে ধরেছিলেন পাক অভ্যন্তরীণমন্ত্রী রেহমান মালিক। এবার মুম্বই হামলার দায় এড়াতে নতুন কৌশল নিল পাকিস্তান। মুম্বই হামলার ঘটনায় প্রায় ৪০ জন ভারতীয় জড়িত ছিল বলে দাবি করেছে পাক প্রশাসন।