Last Updated: Thursday, May 22, 2014, 12:55
খারাপ আবহাওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘায় নিখোঁজ এভারেস্ট জয়ী ছন্দা গায়েনের খোঁজে তল্লাশি অভিযান বাধা পাচ্ছে৷ বিকেলের দিকে ফের তল্লাসির চেষ্টা করা হবে। রাজ্য সরকার পুরো তল্লাসি তদারকি করছে। এভারেস্টজয়ী ছন্দাকে খুঁজে পেতে সবরকম সাহায্য করছে নেপাল সরকার।