নিফটি - Latest News on নিফটি| Breaking News in Bengali on 24ghanta.com
নামতে নামতে ষাটেরও নিচে টাকা

নামতে নামতে ষাটেরও নিচে টাকা

Last Updated: Wednesday, June 26, 2013, 17:49

সর্বকালীন রেকর্ড পতন হল টাকার দামের। বুধবার ডলারের নিরিখে ষাটেরও নিচে নেমে গেল টাকার দাম। এ দিন বাজার খোলার সময়ে ডলারের অনুপাতে টাকার দাম ছিল ৬০ টাকা ৭১ পয়সা। গত সপ্তাহে ডলারের নিরিখে টাকার দাম ছিল ৫৮ টাকা ৬৮ পয়সা। তার পরেও লাগাম পড়েনি টাকার পতনে।